গুলশানে ৩০০ কোটি টাকার পরিত্যক্ত বাড়ি দখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে গাজীপুরের কাশিমপুর কারাগারে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুপুর সোয়া ১২টায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছেন দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ।
ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের বাড়ি দখলের অভিযোগে মওদুদ আহমদ ও তার প্রবাসী ভাই মঞ্জুর আহমদের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক।
গত মঙ্গলবার দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ গুলশান থানার মামলায় ঢাকা মহানগর হাকিম আদালতে মওদুদকে গ্রেফতার দেখিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান এ আবেদন মঞ্জুর করেন। বিচারক ২ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মওদুদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।