২১ জানুয়ারি থেকে মালয়েশিয়া সরকারের পূর্ব-ঘোষিত অভিযানে ১২ দিনের মাথায় হঠাৎ কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়া বাংলা মার্কেটে কমান্ডো অভিযান চালায় মালয়েশিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের একটি টিম। মালয়েশিয়ায় সবচেয়ে লম্বা ছুটি চায়নিজ নিউ ইয়ার শুরু হয় ৩১ জানুয়ারি থেকে। এখানে অধিকাংশ সরকারি ছুটি দুদিন। বেশির ভাগ কোম্পানি সপ্তাহের অধিক ছুটি দিয়ে থাকে। এই ছুটিতে প্রত্যেক বছর কুয়ালালামপুর বাংলা মার্কেট খ্যাত কোতারায়ায় হাজার হাজার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকদের সমাগম ঘটে। ঘোষিত তারিখে চায়নিজ কমিউনিটির পক্ষ থেকে অভিযান স্থগিত রাখার অনুরোধ করা সত্ত্বেও অভিযান শিথিল করা হয়নি। গত শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই দফায় অভিযানে বিভিন্ন দোকান ও রেস্টুরেন্ট থেকে বাংলাদেশিসহ প্রায় ৫০০-৬০০ জনকে আটক করা হয়।