যানজটে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে গাড়ী গোনার দিন শেষ। যাত্রী ভোগান্তি দূর করতে ভারতে এবার চালু হল মনোরেল। আজ রবিবারই প্রথম যাত্রী বহন করল নতুন এ নগরবাহন। শনিবার মুম্বাইয়ে মোনোরেলের উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ সিং চৌহান৷
প্রথম দফায় ওয়াদালা এবং চেম্বুর স্টেশনের নয় কিলোমিটার দূরত্বের মধ্যে চালু হল মোনোরেল৷ চার কামরার এই নগরযানটি প্রত্যেকদিন সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে৷ প্রতি ১৫ মিনিট অন্তর মিলবে এই পরিষেবা৷ মোনোরেলের প্রতিটি কামরা শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রতিটি ট্রেন ৫৬০ জন যাত্রী বহন করতে সক্ষম। ছ’টি স্টেশনের জন্য পাঁচ টাকা থেকে ১১ টাকার মধ্যে হবে টিকিটের দাম৷ স্মার্ট কার্ডের ব্যবস্থা থাকলেও টিকিটের ক্ষেত্রে লোকাল ট্রেনের মতো কোনও মাসিক পরিষেবা আপাতত থাকছে না৷ দ্বিতীয় দফায় ওয়াদালা এবং জ্যাকব সার্কেলের মধ্য মোনোরেল চালু করা হবে৷ ২০১৫ সালের মাঝামাঝি সময়ে চালু হবে দ্বিতীয় দফার মোনোরেল পরিষেবা৷