অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ

অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ

অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

আজ রাতে রাবি উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন।

প্রফেসর ড. ইলিয়াস জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয়। পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য রাবি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনে জরুরি এ সভা শুরু হয়।

 

জেলা সংবাদ বাংলাদেশ