সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এঙচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসসি) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। লেনদেনের আধার ঘণ্টার মাথায় অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ডিএসই সূত্র মতে, বেলা ১১টায় ডিএসইএঙ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৯ পয়েন্টে, ডিএসই ৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৭৩ পয়েন্টে এবং শরীয়াহ এস সূচক ৮ পয়েন্ট বেড়ে ৯৮২ পয়েন্টে আসে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত থাকে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৮৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
অন্যদিকে বেলা ১১টা ২ মিনিটে চট্টগ্রাম স্টক এঙচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪২৯ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত থাকে ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।