থাইল্যান্ডে আজ রবিবার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরোধী দল নির্বাচন বয়কট করছে এবং ব্যালট পেপার বিতরণের প্রক্রিয়ায় বাধা দিয়েছে।
নির্বাচনের আগে রাজধানী ব্যাঙ্ককে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে সহিংসতা হয়েছে। বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিরোধীরা তাদের ভাষায় প্রধানমন্ত্রী ইংলাকের দুর্নীতিগ্রস্ত সরকার অপসারণের দাবিতে আন্দোলন করছে। যেসব ভবনে ব্যালটপেপার মজুত রাখা হয়েছিল সেখানে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা অবরোধ সৃষ্টি করেছে। বিক্ষোভকারীদের দাবি বর্তমান সরকারকে সরিয়ে অনির্বাচিত গণ পরিষদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক।
তবে বিরোধীরা বিক্ষোভ ও নির্বাচন বর্জন করলেও মিস ইংলাক এই নির্বাচনে জয়ী হবেন বলেই ধারণা করা হচ্ছে ।