থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, বিরোধী দলের নির্বাচন বয়কট

থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, বিরোধী দলের নির্বাচন বয়কট

থাইল্যান্ডে আজ রবিবার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরোধী দল নির্বাচন বয়কট করছে এবং ব্যালট পেপার বিতরণের প্রক্রিয়ায় বাধা দিয়েছে।

নির্বাচনের আগে রাজধানী ব্যাঙ্ককে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে সহিংসতা হয়েছে। বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় বেশ কিছু লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিরোধীরা তাদের ভাষায় প্রধানমন্ত্রী ইংলাকের দুর্নীতিগ্রস্ত সরকার অপসারণের দাবিতে আন্দোলন করছে। যেসব ভবনে ব্যালটপেপার মজুত রাখা হয়েছিল সেখানে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা অবরোধ সৃষ্টি করেছে। বিক্ষোভকারীদের দাবি বর্তমান সরকারকে সরিয়ে অনির্বাচিত গণ পরিষদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক।

তবে বিরোধীরা বিক্ষোভ ও নির্বাচন বর্জন করলেও মিস ইংলাক এই নির্বাচনে জয়ী হবেন বলেই ধারণা করা হচ্ছে ।

 

আন্তর্জাতিক