ডি-৮-এর সেক্রেটারি জেনারেল সৈয়দ আলী মোহাম্মদ মুসাভি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
মুসাফি এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আগামি দিনগুলোতে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়। বার্তায় বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে ডি-৮-এর ক্ষেত্রে সঠিক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করা হয়।
ডি-৮ সেক্রেটারি জেনারেল ১৯৯৭ সালের ইস্তাম্বুল ঘোষণায় উল্লেখিত অভিন্ন লক্ষ্যসমূহ অর্জনের মাধ্যমে সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃপ্রতিম ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে বার্তায় আশা প্রকাশ করা হয়।
ডি-৮ সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নেকমেতিন আরবাকান উন্নয়নশীল আটটি দেশ নিয়ে ডি-৮ প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কে ইস্তাম্বুল ঘোষণার মধ্যে দিয়ে এই জোট প্রতিষ্ঠিত হয়।