ভদকায় আসক্তদের জন্য সতর্কবার্তা দিচ্ছেন রাশিয়ার বিজ্ঞানীরা। সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ করা হয়েছে, বেশিরভাগ রাশিয়ানের মধ্যে ভদকার প্রতি চরম আসক্তি রয়েছে। আর এজন্য অকালেই মারা যাচ্ছেন তারা।
১৯৯৯-২০১০ সালের মধ্যে রাশিয়ার বারনাউল, টোমস্ক ও বিয়স্ক শহরগুলিতে প্রায় ১৫১,০০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এইসব ব্যক্তিদের মধ্যে বেশিমাত্রায় ভদকা পান করার অভ্যাস রয়েছে। মাত্র কয়েকবছরে প্রায় আট হাজার মানুষ মারা গিয়েছেন কেবল ভদকা পানের কারণে।
সমীক্ষায় বলা হয়েছে, অতিরিক্ত ভদকা পান করার ফলে ৫৫ বছরে পা দেয়ার আগেই মারা যাচ্ছেন রাশিয়ানরা। এই প্রবণতা বেশ চিন্তার। গবষেণায় অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশ জানিয়েছেন, তারা সপ্তাহে দেড় লিটারের বেশি ভদকা পান করে থাকেন।
অক্সফোর্ড ইউনিভার্সিটির স্যার রিচার্ড পেটো জানিয়েছেন, রাশিয়ায় প্রাপ্তবয়স্করা প্রতি বছর গড়ে ২০ লিটার করে ভদকা পান করেন, এই হার ব্রিটেনে মাত্র তিন লিটার। তিনি আরও জানিয়েছেন, রাশিয়ানরা যে পরিমাণে ভদকা পান করেন তাতে বিশ্বের এক নম্বরে থাকা উচিত। এ বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নিতে পারে।