সিএনপি বণ্টনকে কেন্দ্র করে এবার মুখোমুখি কেন্দ্র ও দিল্লি সরকার। কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিএনজি বণ্টন নীতিকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করেছে ‘কেজরিওয়াল সরকার’। কেজরিওয়াল সরকারের দাবি- কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক নীতির ফলে রাজধানী অঞ্চলে সিএনজির দাম বাড়ছে।
সর্বোচ্চ আদালতে দাখিল আবেদনে বলা হয়েছে, কেন্দ্রের বঞ্চনার জন্য চাহিদা সামাল দিতে দিল্লির সিএনজি ডিস্ট্রিবিউটররা বাইরে থেকে জ্বালানী আমদানি করতে বাধ্য হচ্ছেন। যার ফলে শহরে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রনালয়ের নির্দেশ ও সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে দিল্লি সরকার। রাজ্যের বক্তব্য- প্রাকৃতিক গ্যাস বণ্টনের ক্ষেত্রে পরিবহণ ক্ষেত্রকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সিএনজি বণ্টনের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের এই নির্দেশনা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রনালয় মেনে চলছে না। রাজ্যকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে শিল্প সংস্থাকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে কেন্দ্র।