তারেক রহমানের শ্বাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

তারেক রহমানের শ্বাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার মামলাটি করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে নন-সাবমিশন মামলার অনুমোদন দেয় দুদক।  এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে গত সোমবার  সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদ দেয় দুদক।

দুদকের মামলা অনুমোদনের পর বুধবার সৈয়দা ইকবাল মান্দ বানুর আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন নতুন করে নোটিশ পাঠানোর আবেদন করেন দুদকে।

দুর্নীতি দমন কমিশন নতুন করে নোটিশ ইস্যু করলে ইকবাল মান্দ বানু সম্পদের হিসাব দিতে রাজি আছেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।

অসীম জানান, দুদক থেকে সাত দিনের সময় দিয়ে সম্পদের হিসাব দেয়ার নোটিশ দেয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে সম্পদের হিসাব দেয়া সম্ভব নয়। তাই এক মাসের সময় চেয়ে নতুন করে নোটিশ ইস্যু করতে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করে আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন আবেদন করেছেন।

বাংলাদেশ রাজনীতি