নরসিংদীতে ব্যাপক বিক্ষোভ, স্টেশন ভাংচুর, বাসে আগুন

নরসিংদীতে ব্যাপক বিক্ষোভ, স্টেশন ভাংচুর, বাসে আগুন

নরসিংদী: নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার রাত ১১টার পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে।

নরসিংদী রেল স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস বাংলানিউজকে জানান, কয়েকশ মানুষ স্টেশনে এসে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় যাত্রীরা প্রাণ ভয়ে ছুটাছুটি করতে থাকে। বিক্ষুদ্ধ লোকজন রেলপথের উপর টায়ার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-চট্টগ্রাম পথে রেলচলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বিক্ষুদ্ধ কর্মীরা জেলা আওয়ামী লীগের সদস্য সাত্তার হাজীর ভেলা নগরের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী থানার ওসি আনোয়ার হোসেন জানান, কয়েকশ’ নেতাকর্মীরা ভেলানগর বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া সার্কিট হাউজ রোডে আগুন ধরিয়ে নেতাকর্মীরা অবরোধ করে বলে জানান তিনি।

নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন মঙ্গলবার রাতে নিহত হন। তার বুকে-পেটে ও মাথায় অন্তত পাঁচটি গুলি লাগে।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি দলীয় সভা করার সময় গুলিবিদ্ধ হন লোকমান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, মুখোশধারী ৭/৮ জনের দুর্বৃত্তদল তাকে এলোপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় নরসিংদী শহরে দোকানপাট বন্ধ করে দিয়েছে লোকজন। চরম আতঙ্ক বিরাজ করছে শহরজুড়ে।

বাংলাদেশ শীর্ষ খবর