পোশাক কারখানায় তদারকি বাড়াতে ২০ মটরসাইকেল দিল জার্মানি

পোশাক কারখানায় তদারকি বাড়াতে ২০ মটরসাইকেল দিল জার্মানি

পোশাক কারাখানাগুলোয় তদারকি বাড়াতে কারখানা পরিদর্শকদের জন্য ২০ টি মটরসাইকেল দিয়েছে জার্মানি। গত রবিবার বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে  মটরসাইকেলগুলো হস্তান্তর করেন জার্মান অ্যাম্বাসেডর ড. আলব্রেসথ কনজ।

জার্মান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি’র (জিআইজেড) সহায়তায় মটরসাইকেলগুলো দেওয়া হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ মটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু ও মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জার্মান অ্যাম্বাসেডর বলেন, জার্মানি সবসময় বাংলাদেশের পাশে আছে। আমরা চাই না বাংলাদেশের গার্মেন্ট খাতে ফের তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনার পুনরাবৃত্তি হোক। তিনি বলেন, বাংলাদেশ পোশাক খাতে অনেক এগিয়ে গেছে। কিন্তু এখানকার সাড়ে পাঁচ হাজার পোশাক কারখানার কমপ্লায়েন্স তদারকির জন্য জনবল ও যানবাহন সুবিধা এখনো অপ্রতুল। এ মটরসাইকেলগুলো কারখানা পরিদর্শকদের তাৎক্ষণিক বিভিন্ন কারখানায় উপস্থিত হয়ে সেখানকার ত্রুটি চিহ্নিত করতে সহায়তা করবে।

মটরসাইকেলগুলো বাংলাদেশ, জার্মানি ও ইউরোপীয়ান ইউনিয়নের ‘প্রোমোশন অব সোস্যাল এণ্ড এনভায়রনমেন্ট স্টান্ডার্ড (পিএসইপি)’ নামক যৌথ প্রকল্পের আওতায় দেওয়া হয়।

 

অর্থ বাণিজ্য