সাহারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়ের বিদেশ সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বেআইনিভাবে মার্কেট থেকে অর্থ সংগ্রহ অভিযোগের আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই।
তদন্তকারী সংস্থার হাতে এসংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য না তুলে দেওয়া পর্যন্ত তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত।
মার্কেট থেকে বেআইনিভাবে টাকা তোলার মামলায় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা না করায় শীর্ষ আদালতের ক্ষোভের মুখে পড়তে হয় সাহারাকে। আদালতের নির্দেশ উপেক্ষা করে অভিযুক্ত সংস্থা ‘নিজের গণ্ডীর মধ্যে ঘোরাফেরা করছে’ বলে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে।