খালেদা জিয়ার সঙ্গে আইনজীবিদের মতবিনিময়

খালেদা জিয়ার সঙ্গে আইনজীবিদের মতবিনিময়

বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। সোমবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি ঢাকা বার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবীদের প্যানেল নির্ধারণে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া চলমান সরকার বিরোধী আন্দোলনে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন খালেদা জিয়া। আগামীকাল কালো পতাকা মিছিল কর্মসূচি সফল করতে আইনজীবীদের অংশগ্রহণের ব্যাপারেও আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহামুদ চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, এডভোকেট জয়নাল আবেদীন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট লুৎফর আলম, এডভোকেট মকবুল হোসেন ফকির, অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহামুদ হাসান, এডভোকেট মোহাম্মাদ মহসিন মিয়া, এডভোকেট বোরহান উদ্দিন, এডভোকেট গোলাম মোস্তফা খান, এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, এডভোকেট মল্লিক শফি উদ্দিন আহমেদ, এডভোকেট শাহ মোহাম্মদ শাহাবুদ্দিন, এডভোকেট একেএম সোহরাব, এডভোকেট শামীমা আক্তার শাম্মী, এডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু, এডভোকেট আব্দুল খালেক, এডভোকেট আবুল কালাম খান, এডভোকেট এখলাসুর রহমান, এডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট খন্দকার দিদারুল ইসলামসহ ৫০ জনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর