ধূমপায়ী মন্ত্রী! ———– স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামনে ধূমপান করলেন নতুন সরকারের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। প্রকাশ্যে ধূমপান দণ্ডনীয় অপরাধ হলেও নতুন এই মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের সামনে বসেই সিগারেটে সুখটান দেন! সোমবার বিকেল ৩টায় সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসেই এ কাণ্ড ঘটান মন্ত্রী। এ ঘটনায় মঞ্চের সামনে বসা কয়েকশ’ শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিরা হতবাক হয়ে যান। তবে ভয়ে শিক্ষক, বিজিবি কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকদের কেউই সাহস করে মন্ত্রীকে ধূমপান থেকে বিরত থাকতে বলেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে যখন একের পর এক বক্তব্য চলছে তখন সবার সামনেই সিগারেটে আগুন ধরান মন্ত্রী। তারপর চেয়ারে হেলান দিয়ে সেই সিগারেটে সুখটান দেন তিনি! এসময় তার পাশে বসে সবকিছু সহ্য করছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, মহানগর পুলিশের কমিশনার শেখ মিজানুর রহমান ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান। সিগারেট পান শেষ হলে বক্তব্য দিতে মাইক্রোফোন ধরেন মন্ত্রী।