মন্ত্রিত্ব বণ্টন নিয়ে অসন্তুষ্ট জাপা : কাজী ফিরোজ

মন্ত্রিত্ব বণ্টন নিয়ে অসন্তুষ্ট জাপা : কাজী ফিরোজ

নতুন সরকারে মন্ত্রিত্ব বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল ৫টি মন্ত্রিত্ব। কিন্তু দেওয়া হচ্ছে ৩টি, তাও একটি পূর্ণ মন্ত্রী ও ২টি প্রতিমন্ত্রী। এতে আমরা অসন্তুষ্ট। আজ রবিবার দুপুর দেড়টায় রওশন এরশাদের বাসার নিচে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জাপা কি গৃহপালিত বিরোধী দল হতে যাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে রকম কিছু নয়। আমরা সরকারে থাকবো, আবার বিরোধী দলে থেকে সরকারের গঠনমূলক সমালোচনাও করবো।’
গত কয়েক দিনে জাপাকে নিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিতের বক্তব্যের সমালোচনা করে কাজী ফিরোজ বলেন, ‘তিনি তো সব সময় বেশি কথা বলেন। জিএম কাদের ও এরশাদকে কি দল থেকে মাইনাস করা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন সম্ভাবনা নেই। আমরা যা কিছু করছি দলের চেয়ারম্যানের কথামতোই করছি।’ এ প্রসঙ্গে তিনি আরো জানান, ‘এরশাদ বিকালে মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে যাচ্ছে।’

বাংলাদেশ রাজনীতি