মাইক্রোসফট বাংলাদেশের নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৪ ঘণ্টাব্যাপী ‘অ্যাপপ্রেইনার : ডিফাইনিং গ্রেট অ্যাপস’ শীর্ষক কর্মশালা। গত ২৫ জানুয়ারি ২০১৪-এ অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের সারাদেশের নানা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, গুগল ডেভেলপার গ্রুপ ও উইন্ডোজ ডেভেলপাররা যেখানে তাদের হাতে-কলমে মোবাইল অ্যাপের ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিভিন্ন প্লাটফর্ম ও প্রযুক্তি নিয়ে কাজ করা ডেভেলপারদের একই প্লাটফর্মে আনার লক্ষ্যে এবং মাইক্রোসফটের আধুনিক প্রযুক্তি সম্পর্কে আলোকপাতের উদ্দেশে আয়োজিত এই কর্মশালায় বক্তা হিসেবে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় ও উদীয়মান মোবাইল অ্যাপ ডেভেলপারের বিভিন্ন দল যেখানে তারা তাদের অ্যাপস প্রদর্শন করার সুযোগ পান। অন্যান্য অ্যাপের সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শোকেস এবং পরবর্তীতে উইন্ডোজ ফোনের আরো একটি অ্যাপও উন্মোচিত হয় একই কর্মশালায়। এছাড়া কর্মশালাটিতে আরো বক্তাদের মধ্যে ছিলেন পেপালের ইউআইই ম্যানেজার মোহাম্মদ নাজমুস সালেহিন, স্টার্টআপ বাংলাদেশের নাইমা জাকারিয়া, বনলতা ইউজার এক্সপেরিয়েন্স এর মাশরুর হান্নান ও শাদমান রহমান। ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত এবং মাইক্রোসফটের অংশীদারে ওয়াটার হ্যাকাথন এর ঘোষণা প্রদান করেন মির্ভা তুলিয়া ও উমার আলম। সবশেষে, মাইক্রোসফট বাংলাদেশের টেক. ইভাঞ্জেলিস্ট তানজিম সাকিব লাইভবোর্ড সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাথে অ্যাপ ডিজাইনের বিভিন্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি, ইমাজিন কাপ বাংলাদেশ ২০১৪ এবং বাংলাদেশ স্টার্টআপ কাপ আয়োজনের ওপরও আলোকপাত করেন। জনাব তানজিম সাকীব বলেন, ‘স্থানীয় পর্যায়ে অ্যাপ ব্যবসায় উদ্যোগতাদের গড়ে তোলার লক্ষ্যে মাইক্রোসফট পৃষ্ঠপোষকতা, প্রশিক্ষণ এবং কারিগরী সহায়তা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে একযোগে কাজ করে দেশীয় সফটওয়্যার শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।’ অনুষ্ঠান শেষে মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ৬০ জনের হাতে উপহার তুলে দেয়া হয় এবং ভবিষ্যতে একই রকম আরো কর্মশালা আয়োজনের আশা ব্যক্ত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।