‘বিদ্রোহী’ ঠেকাতে তৃণমূলে শেখ হাসিনার চিঠি

‘বিদ্রোহী’ ঠেকাতে তৃণমূলে শেখ হাসিনার চিঠি

উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঠিক করতে এবং বিদ্রোহী প্রার্থী ঠেকাতে জেলা, উপজেলা পর্যায়ে দলের সভাপতি-সম্পাদকের কাছে চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তার স্বাক্ষরিত চিঠি দলের দফতর থেকে তৃণমূল নেতাদের কাছে প্রেরণ করা হয়েছে। এ কাজের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, উপজেলা নির্বাচনে একক প্রার্থী ঠিক করতে দলের তৃণমূল পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। সূত্রমতে, চিঠিতে তৃণমূলের মতামতের ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দল সমর্থিত প্রার্থী করা ও সব ভেদাভেদ ভুলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও বলা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

জেলা সংবাদ রাজনীতি শীর্ষ খবর