ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন সীমান্তে উত্তেজনা ছড়াতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা তিন ঘণ্টা গুলিবর্ষণ করল পাকিস্তানের সেনাবাহিনী। আজ সকাল সোয়া ৬টার দিকে জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরের কামান পোস্ট সংলগ্ন সীমান্তের ওপার থেকে গুলি বর্ষণ শুরু হয়। চলে তিন ঘণ্টা। তবে সেসময় সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়োজিত ভারতীয় জওয়ানরা পাল্টা গুলি চালাননি।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আজ ভোরের আলো ফোটার আগেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। অন্ধকার থাকায় পাক সেনা পোস্ট সম্পর্কে ধারণা করা সম্ভব হচ্ছিল না। গত বছর ডিসেম্বর দু’দেশের ডিজিএমওদের বৈঠকের পর প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনা। তাও প্রজাতন্ত্র দিবসের দিন ভোরে। বিষয়টি ফের চিন্তায় ফেলেছে সেনা কর্তাদের।