ভারতে ইলিশ মাছ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, রফতানি বন্ধ থাকলেও ইলিশ মাছ আমাদের দেশে থাকছে না। এগুলো ঠিকই চোরাইপথে ভারতে চলে যাচ্ছে। ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। এ কারণে বৈধভাবেই ইলিশ রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ভারত এবং বাংলাদেশ ফ্রজেন ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের রফতানির আগ্রহ রয়েছে। ভারতে বাংলাদেশের তামাক ও এ্যালকোহল ছাড়া সব ধরনের পণ্য রফতানির সুযোগ রয়েছে।