যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে দেখানো হলো মুনসুর আলীর ‘সংগ্রাম’ ছবির ট্রেইলার। এছাড়া ম্যানচেস্টার ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘মাইগ্রেশন অ্যান্ড কালচার ইন লন্ডনস ইস্ট ইন্ড, ১৮০০ টু দ্য প্রেজেন্ট’ বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ এ চলচ্চিত্রপ্রেমী।
গত ২০ জানুয়ারি লন্ডনের আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে মুনসুর আলী বলেন, আমি জ্ঞানীগুণী মানুষদের সঙ্গে আমার অনুভূতি প্রকাশ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সাহিত্যের এই মিলনমেলায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ব্রিটিশ সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিশ্বের কোণায় কোণায় পাওয়া যাবে এর ছোঁয়া।
সংগ্রাম ছবি প্রসঙ্গে মুনসুর আলী বলেন, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে লন্ডনে প্রদর্শিত হবেই এই ছবিটি। এছাড়া এ বিষয়ে সর্বশেষ তথ্য দেওয়া হবে ছবিটির ওয়েবসাইটে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই চলচ্চিত্রটি। চেষ্টা করেছিলাম বিজয়ের মাস ডিসেম্বরে ছবিটিকে প্রেক্ষাগৃহে তুলতে। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা সম্ভব হয়নি।
অনুষ্ঠানে মুনসুর আলী ছাড়াও বেশ কয়েকটি ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক বক্তব্য রাখেন।
অন্যদিকে, প্রচারের জন্য ছবিটির কলাকুশলীরা বর্তমানে লন্ডনেই অবস্থান করছেন। এতে অভিনয় করেছেন- মডেল ও অভিনেত্রী রুহি, অভিনেতা আমান রেজা এবং বলিউডের অনুপম খের প্রমুখ।
রুহি বলেন, এরকম একটি বিশ্ববিদ্যালয়ে সেমিনারে অংশ নিতে পেরে সত্যি আনন্দিত। এ আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তারা যেভাবে বাংলাদেশিদের মতো একটি ভিন্ন কমিউনিটির সংস্কৃতির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে তা সত্যি প্রসংশার।