বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের টিকেট পাওয়া যাচ্ছে ইউসিবিএল ব্যাংকে। ইউসিবিএল’র কাউন্টার ছাড়াও ইউক্যাশে নেওয়া যাবে টিকেট।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সোমবার থেকে টেস্ট ম্যাচ শুরু হবে। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে সফরকারীরা।
ইউসিবিএল’র কাউন্টার থেকে ২০ টাকায় টেস্ট এবং ৫০ টাকায় ওয়ানডে ও টি-২০ ম্যাচের টিকেট নিতে পারবেন দর্শকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচে হসপিটালিটি বক্সের প্রতিটি আসনের প্রতিদিনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা, আর ওয়ানডেতে পাঁচ হাজার টাকা। একইভাবে ভিআইপি গ্র্যান্ডস্ট্যান্ডে টেস্টে ৫০০ ও ওয়ানডেতে এক হাজার, আন্তর্জাতিক গ্যালারিতে টেস্টে ১০০, ওয়ানডেতে ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডে টেস্টে ৭৫, ওয়ানডেতে ২০০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ইউসিবির বিজয় নগর, মিরপুর, ধানমন্ডি, বসুন্ধরা ও উত্তরা শাখায় টিকিট বিক্রি হচ্ছে । উত্তর ও দক্ষিণ গ্যালারিতে টেস্টে ৫০ টাকা, ওয়ানডেতে ১০০ টাকা এবং পূর্ব গ্যালারিতে টেস্টে ২০ ও ওয়ানডেতে ৫০ টাকা করে টিকিটের দাম নেওয়া হচ্ছে।