সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সুত্রাপুর থানা ও পল্টন থানার দুই মামলায় জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিনের এ আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ২৩ জানুয়ারি একই আদালত বিভিন্ন থানার মোট চার মামলায় খোকার জামিন আবেদন নাকচ করে দেন।
খোকার আইনজীবী বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লা মিয়া সুত্রাপুর থানার গাড়িতে আগুন বোমা হামলার এক মামলা ও পল্টন থানার গাড়িতে পেট্রাল বোমা নিক্ষেপ পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগে দায়ের করা মোট দুই মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে আবেদন না মঞ্জুর করেন।
গত চার ডিসেম্বর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে খোকাকে আটক করা হয় এরপর বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ড ও জেল গেইটে জিজ্ঞসাবাদ দেওয়া হয়।