মিশরে সহিংসতায় নিহত ৪৯

মিশরে সহিংসতায় নিহত ৪৯

স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের তৃতীয় বার্ষিকী উদযাপনকে ঘিরে মিশরে ছড়িয়ে পড়া সহিংসতায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে।  সহিংসতায় জড়িত সন্দেহে ৫০ জনকে আটক করা হয়েছে।সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে।

দেশের বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে র্যালী বের করার চেষ্টা করা হলে নিরাপত্তা বাহিনী তাতে বাধা দেয়।  এতে সংঘর্ষ ছড়িয়ে পড়লে রোববার সকাল পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তাহরির স্কয়ারসহ সারা দেশে শনিবার থেকে অভ্যুত্থান বার্ষিকী পালনে টানা ১৮ দিনের কর্মসূচি পালনের ডাক দেয় সরকারবিরোধীরা। পাল্টা কর্ক্ষসূচি ঘোষণা করে ক্ষমতাসীন সেনা সমর্থকরাও।

২০১০ সালের শেষ দিকে শুরু হওয়া আরব বসন্তের ঢেউয়ে  ২০১১ সালের ১১ই ফেব্রুয়ারি পতন ঘটে স্বৈরশাসক হোসনি মোবারকের। মোবারকের পতনের পর নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড। প্রেসিডেন্টের দায়িত্ব নেন দলটি নেতা মোহাম্মদ মুরসি। তবে এক বছর না যেতেই মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

এরপর দেশের নেতৃত্বে পরোক্ষভাবে রয়েছেন সেনাপ্রধান সিসি। গনতান্ত্রিক সরকারকেত উৎখাত করায় ব্রাদারহুড সমর্থকদের সাথে সংঘর্ষে এখন পর্যন্ত হাজারোধিক মুরসি সমর্থক এবং ব্রাদারহুড কর্মী নিহত হয়েছ্নে।

আন্তর্জাতিক