দফায় দফায় বোমা বিস্ফোরণে প্রকম্পিত মিসর

দফায় দফায় বোমা বিস্ফোরণে প্রকম্পিত মিসর

মিসরের রাজধানী কায়রোয় একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনার পর দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় সারা দেশে কমপক্ষে ১৮ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছে। মূলত মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও তাদের বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ বাধছে। শুক্রবার সকালে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনাটি ঘটে পুলিশ সদর দফতরে।
বলা হচ্ছে, ২ জন আত্মঘাতী হামলাকারী একটি পিকআপে করে সদর দফতরের বাইরের নিরাপত্তা বলয়ের সামনে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এ সময় গোলাগুলিরও শব্দ পাওয়া যায়।
পুলিশ সদর দফতরে হামলার পর আরো ৩টি জায়গায় বিভিন্ন সময় হামলা হয়েছে। অন্যান্য স্থানের মধ্যে একটি মেট্রো স্টেশন এবং সিনেমা হলও লক্ষ করে হামলা ঘটে। সেসব হামলায় মারা গেছে ২ জন এবং আহত হয়েছে আরো অনেকেই। হামলার ঘটনায় বিধ্বস্ত হয়েছে মিসরের ইসলামিক আর্ট মিউজিয়াম।
মূলত মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও তাদের বিরোধীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। তবে মুসলিম ব্রাদারহুড বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে।
তাদের বিরোধীরা বলছে, ব্রাদারহুড হামলার উস্কানি দিয়েছে এবং বিস্ফোরণের পর সহিংসতার ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
তবে মিসরের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে যে, আল-কায়েদার দর্শনে উদ্বুদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন বেইত আল-মাকদিস পুলিশ সদর দফতরে হামলার দায় স্বীকার করেছে।
মোবারকের বিরুদ্ধে বিক্ষোভের তৃতীয় বর্ষপূর্তির ঠিক আগের দিনই হামলার এ ঘটনাগুলো ঘটলো।

আন্তর্জাতিক