১৪ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

১৪ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

নাইজেরিয়ায় ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার দেশটির জাতীয় নির্বাচন কমিশন এক বিবৃতিতে এ কথা জানায়।
ধারণা করা হচ্ছে, বর্তমান রাষ্ট্রপ্রধান গুডলাক জনাথন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করবেন। জনাথন তার পূর্বসূরি আলহাজি উমারু ইয়ারআদুর মৃত্যুর পর ২০১০ সালে ক্ষমতা গ্রহণ করেন। ২০১১ সালে নির্বাচিত হয়ে তিনি ৪ বছরের জন্য দেশ শাসনের অধিকার পান।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি জনাথন প্রকাশ্যে কিছু বলেননি। তবু ধারণা করা হচ্ছে, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসতে নির্বাচনী লড়াইয়ে শামিল হবেন।
আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়া। বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশও এটি। দেশটির রয়েছে ব্যাপক আঞ্চলিক প্রভাব।
এ ছাড়া নাইজেরিয়ার রয়েছে নির্বাচন নিয়ে ব্যাপক দ্বন্দ্ব সংঘাতের দীর্ঘ ইতিহাস। এমনকি ২০১১ সালের নির্বাচনের পর দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকায় দাঙ্গায় প্রায় ৮০০ লোকের প্রাণ হারানোর কথা বলা হচ্ছে।

আন্তর্জাতিক