জাতীয় সংসদের শরীয়তপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের প্রয়াত নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।
রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় নাহিম রাজ্জাককে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে এই আসনে দলের মনোনয়নের জন্য ৭ জন মনোনয়ন প্রত্যাশী আবেদন করেন। রোববার রাতে সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নাহিম রাজ্জাককে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডেরও সভাপতি শেখ হাসিনা। গত ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শরীয়তপুর-৩ আসনটি শূণ্য হয়। আগামী ১৫ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।