শনিবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠকেই আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিচ্ছেন জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ। এর ফলে ১৮ দলীয় জোট পরিণত হবে ১৯ দলীয় জোটে।
কাজী জাফরের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গুলশানে জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সভা হবে। সভায় ১৮ দলে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হলে রাতেই খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে দেখা করবেন কাজী জাফরসহ দলের কয়েকজন শীর্ষ নেতা। সেখানেই জাতীয় পার্টি (জাফর) ১৮ দলে যোগদান করবেন।
পরবর্তী কর্মকৌশল নির্ধারণ ও দেশের সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা করতে জোটের শীর্ষ নেতাদের এ বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রেস উইং।
কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা ১৮ দলের সঙ্গে জাতীয় পার্টির জোটভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় পার্টি নীতিগতভাবে ১৮ দলে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দুপুরে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মিটিং করবেন কাজী জাফর। সেখানে ১৮ দলীয় জোটে যোগ দেয়ার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, ‘নির্বাহী কমিটির মিটিং শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে চলমান আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে ১৮ দলের সঙ্গে জাতীয় পার্টির আনুষ্ঠানিকভাবে জোটভুক্ত হওয়ার কথা রয়েছে।’