ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামাত বিশ্ব ইজতেমার ১ম পর্ব। কনকনে শীতকে উপেক্ষা করে এরই মধ্যে দেশের নির্ধারিত ৩২ টি জেলা সহ বিশ্বের ৫৫টি দেশ থেকে আগত ধর্মপ্রান মুসল্লীদের পদচারনায় সরব হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গন। গতকাল সারারাত মুসল্লীরা ইস্তেমায় এসেছেন। তাছাড়া আজ সকাল থেকে টঙ্গী ও এর আশপাশের লোকজন জুম্মার নামাজে অংশ নিতে পায়ে হেটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে জুম্মার নামাজে অংশ নিতে আগত মুসল্লির ঢল নামবে এখানে।
মূল মঞ্চ হতে সকাল থেকে মাইকে বাংলাসহ কয়েকটি ভাষায় ইমান, আমল ও আখলাকের ওপর বয়ান করা হয়। এখন পর্যন্ত পাকিস্তানের মাওলানা মোঃ ইসমাইল ও বাংলাদেশের মাওলানা মোঃ হোসেন বয়ান করেছেন। জুমার নামাজে ইমামতি করবেন ঢাকার কাকরাইল মসজিদের পেশ ইমাম মোওলানা যুবায়ের।
এদিকে ইজতেমা প্রাঙ্গনে অসুস্থ হয়ে দুইজন মুসল্লি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের ওমর আলী (৪৮) এবং ফেনীর শাহজালাল (২৬)।
এই বিশাল আয়োজনের নিরাপত্তার বিয়য়ে এখানকার সরকারি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, পুরো এলাকা ঘিরে তারা ৫ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। এ ছাড়াও সিসি টিভি সহ আধুনিক প্রযুক্তি প্রয়োগ করেছেন এখানে।