আসছে পকেট ড্রোন

আসছে পকেট ড্রোন

উড্ডয়নে সক্ষম চালকবিহীন যান বা ড্রোন ব্যবহারের নতুন উপায় নিয়ে চলছে বিস্তর গবেষণা। তবে আশার কথা হলো সম্প্রতি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন পকেট ড্রোন যেটি ব্যবহার করে উপর থেকে ছবি তোলা যাবে। এটি দামেও ডিএসএলআর ক্যামেরার চেয়ে সস্তা।

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সৃজনশীল কাজে অর্থসংস্থানের জন্য কিকস্টার্টারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে পকেট ড্রোন বানানো হয়েছে। আকারে ছোট বলে এর মাধ্যমে উপর থেকে ছবি ও ভিডিও ফুটেজ নেওয়া সহজ হবে।

অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ওই ড্রোন চালানোর জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে। অ্যাপ্লিকেশন কোড ওপেনসোর্স রাখা হয়েছে বলে কেউ চাইলে সফটওয়্যারে নতুনত্বও আনতে পারেন।

উল্লেখ্য, পকেট ড্রোন কিনতে খরচ হবে প্রায় ৫০০ ডলার। সঙ্গে থাকবে ড্রোন কন্ট্রোলার। তবে, ৪৪৫ ডলারেও ড্রোনটি কেনা যাবে। তাতে কন্ট্রোলার থাকবে না।

 

আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি