ভারত থেকে বিদ্যুত্ কিনবে পাকিস্তান

ভারত থেকে বিদ্যুত্ কিনবে পাকিস্তান

বিদ্যুতের ঘাটতি মেটাতে ভারতের কাছ থেকে বিদ্যুৎ কিনতে চায় পাকিস্তান৷ এ বিষয়ে চুক্তি সম্পন্ন করতে ‘মউ’ স্বাক্ষরে ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷

জানা গেছে, গত সোমবারই এ বিষয়ে সম্মতি দিয়েছে পাক সংসদ৷ গত মাসেই ভারত সফরে আসেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ৷ তখনই ভারতের কেন্দ্রীয় শিল্পমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে বিদ্যুৎ ক্রয় নিয়ে বৈঠক করেন তিনি৷

সম্প্রতি ভারত সফর সেরে আসা পাক শিল্প ও বস্ত্রশিল্প মন্ত্রী খুররম দস্তগির খানও বলেছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে শিল্পচুক্তি করা বর্তমান সরকারের কাছে অগ্রাধিকার৷ শিল্পচুক্তি সম্পন্ন হলে ভারত ও পাকিস্তান দুই দেশের মানুষের জন্যই তা লাভজনক হবে বলেও উল্লেখ করেছে পাক শিল্পমন্ত্রী৷

আন্তর্জাতিক