বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, খালেদা জিয়া হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। দেশের মানুষ কিছুতেই তা হতে দেবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে কোনোভাবেই স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না। তিনি বলেন, এ দেশে একটাই শক্তি থাকবে আর তা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। খুনি, রাজাকার জামায়াত-শিবিরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। যুদ্ধাপরাধী এ শক্তিকে প্রতিহত করতে তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গতকাল মির্জা আজম তার নির্বাচনী এলাকা মেলান্দহ উপজেলার উমির উদ্দিন হাইস্কুল মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় মির্জা আজম বলেন, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা বারবার ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি আমার সাধ্যমতো মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়নে কাজ করেছি। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব কিছুতে উন্নয়ন হয়েছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পেঁৗছেছে। তার পরও অনেক কাজ বাকি আছে। এ সরকারের মেয়াদে সেসব কাজও করতে পারব ইনশা আল্লাহ। মেলান্দহে অচিরেই একটি টেঙ্টাইল ইনস্টিটিউট ও স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ ছাড়া আর যেখানে যা দরকার আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি আপনাদের সেবক। আমি কাজ করে যাব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ইশমত পাশা, কিশমত পাশা, ফারহান জাহেদী সফেন, শফিক জাহেদী রবিন প্রমুখ। পরে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।