বিপিএল ফিক্সিংয়ের শুনানিতে আশরাফুল

বিপিএল ফিক্সিংয়ের শুনানিতে আশরাফুল

বিপিএল’এ ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় শুনানিতে অংশ নেওয়ার জন্য ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি শুনানিতে হাজির হন।

এর আগে গত ১৯ তারিখ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ গড়াপেটা নিয়ে ট্রাইব্যুনালের দ্বিতীয় শুনানি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ম্যাচ ফিক্সিং সম্পর্কে আশরাফুল ইতিমধ্যে স্বীকার করেছেন, শুধু তিনিই নন, অভিযুক্তরা সবাই দোষী। সেই দোষীর তালিকায় আছেন- ঢাকা গ্ল্যাডিয়েটর্স মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, দলটির প্রধান নির্বাহী গৌরব রাওয়াত, দলের বিদেশি ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স, কৌশল্য লুকারাচ্চি, মোশাররফ হোসেন রুবেল, মাহবুবুল আলম রবিন ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।

গত বছরের আগস্টে আশরাফুলসহ নয়জনকে দোষী-তালিকায় রাখে আইসিসি এন্টি করাপশন ইউনিট (আকসু)। তার আগে নভেম্বরে ট্রাইব্যুনালের প্রধান খাদেমুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযুক্তদের কথা শোনেন।

খেলাধূলা