সাবেক ৭ মন্ত্রী-এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

সাবেক ৭ মন্ত্রী-এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুপুরে দুদকের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী এখন পর্যন্ত মোট ৪৮ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সংগ্রহ করেছে দুদক।

হলফনামায় ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম পর্যায়ে সাতজনের বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে কমিশন। অভিযুক্তরা হলেন: সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সংসদ সদস্য আসলামুল হক, সংসদ সদস্য এনামুল হক, সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সাবেক সংসদ সদস্য এমএ জব্বার।

 

রাজনীতি