২০০২ এর ‘হিট অ্যান্ড রান কেসে’ বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হয়েছে। এদিকে, সরকার পক্ষের আইনজীবী আদালতের কাছে ৬৪ জন সাক্ষীর একটি তালিকা জমা দিয়েছে।
এদিন সেশন জজ ডি ডাব্লু দেশপাণ্ডের কাছে ৬৪ জন সাক্ষীর তালিকা দায়ের হয়। বিচারক ১২ ফেব্রুয়ারির মধ্যে সরকারকে মমলার আরও তথ্য জমা দিতে বলেছে।
তবে নিম্ন আদালতের নতুন করে মামলা রুজু করার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে সালমানের।
উল্লেখ্য, রাতের মুম্বাইয়ে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে ছিল কয়েকজন। তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অভিযোগ সালমান খানের বিরুদ্ধে। ঘটনায় ১ জনের মৃত্যু হয়। আহত হন ৪ জন।