বন্দি হত্যার অভিযোগে সিরিয়া সরকারকে নিন্দা

বন্দি হত্যার অভিযোগে সিরিয়া সরকারকে নিন্দা

সিরিয়ার সরকারের বিরুদ্ধে ১১ হাজার বন্দিকে নির্যাতন ও হত্যার অভিযোগ ওঠার পর এর ব্যাপক সমালোচনা করেছে জাতিসংঘ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। জাতিসংঘ এ খবরকে বিভীষিকাময় বলে উল্লেখ করেছে।
মার্কিন সরকার বলছে, আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় হয়ে এসেছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মারি হার্ফ বলেছেন, বন্দিদের নির্যাতনের যেসব ছবি প্রকাশিত হয়েছে তাতে নির্যাতনের ভয়াবহতা ফুটে উঠেছে। সিরিয়ার অবস্থা এমনই ভয়াবহ যে, সেখানে অবশ্যই রাজনৈতিক পরিবর্তন আনতে হবে।
সিরিয়ার সরকারের বিরুদ্ধে অনাহারে রেখে এবং অত্যাচার চালিয়ে বন্দি হত্যার অভিযোগ এনেছেন যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত তিনজন কৌঁসুলি। বন্দিদের নির্যাতন করার প্রায় ৫৫ হাজার ছবি হঠাৎ প্রকাশ হওয়ার পর থেকেই নিন্দা জানাতে শুরু করে আন্তর্জাতিক মহল।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাইয়ের মুখপাত্র বলেছেন, এ ছবিগুলো ভয়ানক আশঙ্কাজনক। কেননা যদি প্রকৃতই আটকাবস্থায় এত মানুষের মৃত্যু হয় তাহলে সেটি সত্যি বীভৎস ঘটনা।
এদিকে সাবেক যুদ্ধাপরাধ বিষয়ক আদালতের কৌঁসুলি ডেভিড ক্রেন প্রকাশিত কিছু ছবি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন এবং এ নির্যাতনের ঘটনা সত্য বলে মত প্রকাশ করেছেন। কিন্তু এ ছবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
গত ৩ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং দেশটিতে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আজ থেকে জেনেভায় একটি শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক