বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দল।
বুধবার রাত ৮টা ১৫ মিনিটে ‘গণতন্ত্র’ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষে আছেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা ড. ওসমান ফারুক, এডভোকেট জয়নাল আবেদীন, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমীন গাজীর নেতৃত্বে পেশাজীবীদের মধ্য বৈঠকে উপস্থিত আছেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশনের অব বাংলাদেশের মহাসচিব এজেড এম জাহিদ হোসেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ড. এমাজ উদ্দিন আহমেদ, প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ,
ঢাকা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক ও কলামিস্ট শফিক রেহমান, ড. মাহফুজ উল্লাহ, ড্যাবের সভাপতি ডা. একেএম আজিজুল হক, সাবেক সচিব আ ন ম আক্তার হোসেন প্রমুখ।