দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপ্রতাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
আজ সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে এরশাদ তার বনানীর কার্যালয়ে গিয়ে প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া শুরু করেন।
সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে গত শুক্রবার থেকে টানা তিন দিন ফরম বিতরণ করা হয়। মোট ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আবেদনপত্র সংগ্রহ করতে দলীয় তহবিলে পাঁচ হাজার টাকা জমা দিতে হয় প্রার্থীদের।
দশম জাতীয় সংসদে জাপা ৩৪টি আসন পায়। এর মধ্যে রওশন এরশাদসহ ২০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আর ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হন ১৩ জন। ফলে সংরক্ষিত আসনে ছয়জন নারী সংসদ সদস্য পাবে জাপা।