সিরিয়া বিষয়ক জেনেভা টু সম্মেলনে অংশ নিতে ইরানকে আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘ। এর আগে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে ইরানকে আমন্ত্রণ জানানো হয়নি।
এই সম্মেলনের জন্য ২৬টি দেশকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। জেনেভা-টু নামের এই শান্তি সম্মেলনটি আয়োজনের জন্য জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে।
উল্লেখ্য, সিরিয়ার শরণার্থীদের জন্য মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, গৃহযুদ্ধের অবসান ও সিরিয়ার ক্ষমতা হস্তান্তরে রাজনৈতিক রূপরেখা তৈরি করা সম্মেলনের উদ্দেশ্য।