রূপগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসীরা এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় তারা প্রতিষ্ঠানের মালিক ইয়াছিনসহ ২ জনকে পিটিয়ে আহত করেছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর কুদুর মার্কেট এলাকায় একটি তেলের দোকানে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত দোকান মালিক ইয়াছিন জানায় সে মেঘনা পেট্রোল কোম্পানির ডিলার। দীর্ঘদিন ধরে জাঙ্গীর এলাকার চিহিৃত সন্ত্রাসী মহিবুর, মফিজুল ও শাহীনসহ আরও ১০/১২ জন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন ট্রেডার্সের দোকানে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল। তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ক্ষিপ্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দোকানে হামলা ও ভাংচুর করে। এতে বাঁধা দিতে আসলে সন্ত্রাসীরা ব্যবসায়ী ইয়াছিন ও তার ব্যবসায়িক পাটনার মোঘলকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইয়াছিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অন্যান্য বাংলাদেশ