চাঁদে এলিয়েনদের স্থাপনার সন্ধান পাওয়া গেল! (ভিডিওসহ)

চাঁদে এলিয়েনদের স্থাপনার সন্ধান পাওয়া গেল! (ভিডিওসহ)

চাঁদের স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে একটি রহস্যময় ত্রিকোনাকার স্থাপনাসদৃশ্য বস্তু পাওয়া গেছে। এটি কি কোনো ভিনগ্রহের প্রাণীর মহাকাশযানের চিহ্ন, নাকি অন্য কোনো প্রাকৃতিক বিষয় তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 
চাঁদের পৃষ্ঠে রহস্যময় বস্তুটি আবিষ্কার করেছেন এক গবেষক। সম্প্রতি ওউফাররিল নামে সে গবেষক বস্তুটির ভিডিও অনলাইনে পোস্ট করেছেন।

 
ওউফাররিল বলেন, ‘জিনিসটা সম্পূর্ণ অভিনব এবং সে এলাকায় অস্বাভাবিক।’

 
ইউটিউবে ওউফাররিল বলেন, ‘গুগল মুনে চাঁদের সে এলাকায় গিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আমি বললাম, হ্যাঁ এটা সত্যিই সেখানে। কোনো নকল নয়। আর আমার কোনো ধারণাও নেই, এটা সম্বন্ধে।’

 
টেকগ্যাজেটনিউজ জানিয়েছে, তবে বিশাল এ ত্রিকোন স্থাপনাটি সম্বন্ধে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে এটি অনেকটা গোপন স্টিল্থ বিমানের মতোই।

 
গুগল মুন একটি বিনামূল্যে ব্যবহারযোগ্য ওয়েবসাইট। পৃথিবী পর্যবেক্ষণের মতোই এর মাধ্যমে চাঁদ পর্যবেক্ষণ করা যায়। যে কেউ এ ওয়েবসাইট থেকে চাঁদের স্থাপনাটি সন্ধান করতে পারেন।

 

বিজ্ঞান প্রযুক্তি