সাম্প্রদায়িক অপশক্তি আমাদের মূল স্রোত নয় : মুহিত

সাম্প্রদায়িক অপশক্তি আমাদের মূল স্রোত নয় : মুহিত

আমাদের দেশের সাহিত্য ও সংস্কৃতির প্রাচীন যে ধারা, তাতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। দেশে কখনো কখনো জঙ্গীবাদী সাম্প্রদায়িক অপশক্তি মাথা তোলার চেষ্টা করলেও তারা কখনও আমাদের মূল স্রোত নয়। আজ শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ‘ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করেই বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে একাত্তরে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই চেতনারই ধারক ও বাহক দেশের জনগণ । এ সময় বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় এদেশে জঙ্গীবাদীদের অস্তিত্ব টের পাওয়া শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকার ক্ষমতায় আসার পরই তা দমন করতে সমর্থ হয়। তবে, কখনই এই মৌলবাদী-জঙ্গীগোষ্ঠীর সঙ্গে দেশের মূল জনস্রোতের কোন প্রকার সম্পৃক্ততা ছিল না।

সুস্থ-স্বাভাবিক জীবনে বিনোদনের ঘাটতি পূরণে চলচ্চিত্র একটি অন্যতম মাধ্যম উল্লেখ করে আবুল মাল আব্দুল মুহিত বলেন,  সুস্থ ধারার চলচ্চিত্র জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে।তিনি ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাফল্য কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

এ ছাড়াও তিনি জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করেন এবং একাত্তরের পরাজিত শক্তির চক্রান্তে ’৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করেন।

অর্থ বাণিজ্য জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি