টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য দলে জায়গা পাননি শেবাগ ও গম্ভীর

টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য দলে জায়গা পাননি শেবাগ ও গম্ভীর

আগামী টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পাননি বীরেন্দার শেবাগ ও গৌতম গম্ভীর। গতকাল শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পাদক সঞ্জয় প্যাটেল ঘোষিত ৩০ সদস্যের এই দলে তাঁদের জায়গা হয়নি, বরং জায়গা করে নিয়েছেন বর্ষীয়ান স্পিনার হরভজন সিং, অলরাউন্ডার রজত ভাটিয়া, সনজু স্যামসন ও লেগ স্পিনার করণ শর্মা।
জানা গেছে, আগামী ১৬ এপ্রিল থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের জন্য ঘোষিত ভারতীয় সম্ভাব্য দলে বিস্ময়করভাবে জায়গা পেয়েছেন দিল্লী অলরাউন্ডার রজত ভাটিয়া, কেরালার উইকেটরক্ষক সনজু স্যামসন এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদও। এ ছাড়া ভারতীয় এই সম্ভাব্য দলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবং চ্যাম্পিয়ন্স লীগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অসাধারণ পারফর্ম করা লেগ স্পিনার করণ শর্মাও জায়গা পেয়েছেন। আইপিএলের গত আসরে ৬.১৫ গড়ে ২৪ উইকেট শিকার করে অসাধারণ নৈপুণ্যের পুরস্কার পেয়েছেন হরভজন। রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে গত সপ্তাহে পাঞ্জাবের হয়ে ৯২ রানের এক কাব্যিক ইনিংসও খেলেন হরভজন। আর এই অসাধারণ নৈপুণ্যের কারণে হরভজনও সম্ভাব্য দলে জায়গা পেয়েছেন। তবে বেশ কিছুদিন ধরে ফর্মে না থাকা এবং ওয়ানডে ও টেস্ট দলের বাইরে থাকা বাঁহাতি ওপেনার গম্ভীর ও আক্রমণাত্মক ব্যাটসম্যান শেবাগ দলে জায়গা পাননি এবং সিনিয়র খেলোয়াড়দের মধ্যে ইরফান ও ইউসুফ পাঠান, চেতেশ্বর পুজারা এবং মুরালি বিজয়ের সম্ভাব্য দলে জায়গা হয়নি। বাংলার অশোক দিন্দা ও লক্ষ্মী রতন শুক্লাও জায়গা পাননি। মূলত আইপিএল পারফরমেন্স বিবেচনায় রেখে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে বলে জানান বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩০ সদস্যের সম্ভাব্য দল : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, আম্বাতি রাইদু, এম এস ধোনি, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, বিনয় কুমার, স্টুয়ার্ট বিনি, মোহিত শর্মা, কেদার যাদব, যুবরাজ সিং, অমিত মিশ্র, রজত ভাটিয়া, সনজু স্যামসন, ঈশ্বর পান্ডে, উমেষ যাদব, উন্মুক্ত চাঁদ, মানদীপ সিং, হরভজন সিং, বরুন অ্যারন, এস নাদিম, পার্থিব প্যাটেল ও করণ শর্মা।

খেলাধূলা