সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে অনুষ্ঠানে আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে পাকিস্তান। নিজ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কিছুটা শংকিত পাকিস্তান এ টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। তবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীংলকা নিয়ে আসন্ন টুর্নামেন্টে পাকিস্তান অংশ নেবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
টুর্নামেন্টের সূচি ঘোষণা করা এসিসি’র বরাত দিয়ে ইএসপিএন ক্রিকিনফোর এক রিপোর্টে বলা হয়, অংশগ্রহণকারী দেশগুলোর কাছ থেকে এখনো নিরাপত্তা বিষয়ে ক্লিয়ারেন্স দরকার।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। মিরপুর ও ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে এ টুর্নামেন্ট অন্য কোথাও সরিয়ে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিটি দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার বিষয়টি নিশ্চিত করার পর এসিসি বাংলাদেশই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখে।
গত আসরও আয়োজন করেছিল বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ।