১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মেলার বেঙ্গল প্যাভিলিয়ন থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হওয়া শুরু হলে এ ঘটনা ঘটে।
এসময় দর্শনার্থীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লোকজনকে শান্ত করেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা বেঙ্গল প্যাভিলিয়ন পরিদর্শন করে জানিয়েছেন, আগুন লাগার কোন ঘটনা ঘটেনি। ছাদের সাইনবোর্ডের ইলেকট্রিক কয়েল পুড়ে যাওয়ায় ধোঁয়া বের হয়। কয়েলটি মেরামত করার কাজ চলছে।