দোষীদের বিচারের আওতায় আনা হোক: লে: জে মাহবুব

দোষীদের বিচারের আওতায় আনা হোক: লে: জে মাহবুব

সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীদের মানবতা বিরোধী অপরাধের আওতায় বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জেনারেল মাহবুবুর রহমান।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ‘বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট’ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করে বলেন, “যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই বিএনপির অহিংস  আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”

লে: জে মাহবুবুর রহমান বলেন, “আমাদের সকল আন্দোলন অহিংস ও শান্তিপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠ নির্বাচনের জন্য আমাদের এ আন্দোলন।

তিনি আক্ষেপ করে বলেন, “সাম্প্রদায়িক হামলার মাধ্যমে আমরা গণতন্ত্রকে কলঙ্কিত করলাম। গণতন্ত্রের যে একটি বীজ বপিত হয়েছে তাও নষ্ট করে দিলাম।”

লে: জে: মাহবুব বলেন, “বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার যে বিষ ছাড়ানো হয়েছে, এর প্রতিবাদের ভাষা আমরা জানি না। এটা মানবতা বিরোধী অপরাধ।”

তিনি বলেন, “সংবিধানে সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। সকল মানুষের সবক্ষেত্রে সমান অধিকার। এ স্বাধীন দেশের পেছনে কোনো বিশেষ গোষ্ঠীর একক অবদান ছিলনা। সকলে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। এখানে এই সাম্প্রদায়িক বিষবাস্প ছড়ানোর সুযোগ নেই।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী, গৌতম চক্রবর্তী, অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জয়ন্ত কুমার প্রমুখ।

জেলা সংবাদ বাংলাদেশ রাজনীতি