দেশের দুই শেয়ার বাজারে সূচক ও লেনদেনের চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। বুধবারও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে, বেড়েছে লেনদেন।
বুধবার ডিএসইতে ৬৯৩ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৬৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। এদিন এ বাজারে ৬৫০ কোটি টাকার লেনদেন হয়। তবে লেনদেন বাড়ার পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৯৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এ প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে। আর কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল অ্যাপোলো ইস্পাত। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, গোল্ডেন সন, বেঙ্গল উইন্ডসর, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, কনফিডেন্স সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
বুধবার সিএসইতে ৬১ কোটি টাকার লেনদেন
সিএসইতে সূচক ও লেনদেন বেড়ে চলেছে। বুধবার দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৬১ পয়েন্টে। এ বাজারে ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে। কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে বুধবার ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি। এদিন এ বাজারে ৬১ কোটি টাকার লেনদেন হয়