তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাবের তিন সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. ইউনুস আলী তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কূটনৈতিক প্রতিবেদক আতিকুর রহমানকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। একই সঙ্গে নিউজ এডিটর রবিউল্লাহ রবি ও ডেপুটি চিফ রিপোর্টার রফিক মোহাম্মাদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের আইনজীবী সৈয়দ আহম্মেদ গাজী, মাহবুবুল হক ও তুহিন হাওলাদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রিমান্ড ও জামিনের বিষয়ে সোমবার শুনানির জন্য দিন ধার্য করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে বৃহস্পতিবার রাতে দৈনিক ইনকিলাব অফিসে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এ ছাড়া পত্রিকাটির প্রেসও সিলগালা করে দেওয়া হয়। এ সময় বার্তা কক্ষ থেকে এই তিনজনকে আটক ও দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি ইউপিএস জব্দ করে পুলিশ। সিনিয়র প্রতিবেদক আফজাল বারীকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে সংবাদ প্রকাশের কারণে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনে অভিযান চালায়। তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক ইনকিলাব পত্রিকা যে সংবাদ প্রচার করেছে, তা গুজব ও মিথ্যাচার। তথ্য-প্রযুক্তি আইনে মহা অপরাধ। এ জন্য সাময়িকভাবে তাদের ছাপাখানা বন্ধ করা হয়েছে। স্থায়ীভাবে প্রকাশনা নিষিদ্ধ করা হয়নি। রাজধানীতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে গতকাল দিনব্যাপী এক সভার শুরুতে তিনি এ মন্তব্য করেন।