যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটি স্পিলবার্গ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটি স্পিলবার্গ

আমেরিকার সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটি নির্বাচিত হয়েছেন হলিউডের অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ। যুক্তরাষ্ট্রের ‘ফোর্বস’ সাময়িকীর অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।

সর্বোচ্চ ৪৭ শতাংশ ভোট পেয়ে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী সেলিব্রেটির তালিকায় প্রথম স্থানে উঠে আসেন ৬৭ বছর বয়সী স্পিলবার্গ। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রে ও পরিচালক জর্জ লুকাস। সেরা পাঁচে আরো আছেন পরিচালক রন হাওয়ার্ড ও ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবির পরিচালক মার্টিন স্করসিস।

২০১২ সালের ৮ নভেম্বর স্পিলবার্গের সর্বশেষ ছবি ‘লিংকন’ মুক্তি পায়। অস্কারে ১২ মনোনয়ন পাওয়া এই ছবিটি ২৭৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করে। এই আয়ের এক-তৃতীয়ায়শই এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

আন্তর্জাতিক বিনোদন