বিশ্ব হকি লিগ ফাইনালে শুক্রবার অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে পঞ্চম স্থানের জন্য খেলা নিশ্চিত করল ভারতীয় দল।
এদিন মণদীপ সিং তিনটে ফিল্ড গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। অন্যদিকে রুপিন্দর পাল সিং দুটো পেনাল্টি কর্ণার থেকে গোল করেন। শেষ মুহূর্তের গোলে দলকে জেতালেন রুপিন্দরই।
আজ শনিবার পঞ্চম স্থানের জন্য ভারতকে খেলতে হবে বেলজিয়ামের বিরুদ্ধে।
বিগত ১০ বছরে জার্মানিকে হারাতে পারেনি ভারত। সেই রেকর্ড এবার ভাঙল অলিম্পিক চ্যাম্পিয়নদের। ০-২ গোলে পিছিয়ে পরে ৫-৪ গোলে ম্যাচ বের করে নেওয়াটা ভারতের হারানো গৌরব ফিরিয়ে আনতে শুভ সংকেত হতে পারে।
উল্লেখ্য, গ্রুপ লিগে জার্মানির বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছিল সর্দাররা। তিনটি গোল করে ম্যাচের সেরা হলেন মনদীপ সিং। এই জয়ের পরে অধিনায়ক সর্দার সিং বলেছেন, এই বড় জয়ের প্রয়োজন ছিল। যদি আমরা জার্মানি এবং অস্ট্রেলিয়াকে নিয়মিত হারাতে পারি তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাস পরবর্তী পর্যায়ে কাজে লাগবে।
দলের খেলায় খুশি কোচ টেরি ওয়ালশও। তিনি বলেন, আমরা জার্মানদের খেলার পেসের সঙ্গে সমানতালে খেলেছি। দীর্ঘ সময় ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছি। পিছিয়ে পরে জিতেছি।সবটাই খুব সদর্থক দিক।